কক্সবাজারের উখিয়ায় জেলেদের মাঝে খাদ্য সহায়তা প্রদান শুরু করা হয়েছে। মঙ্গলবার ৬ মে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মৎস্য অধিদপ্তর জালিয়াপালং ইউনিয়নের ডেইল পাড়া জেলে পল্লীতে বিতরণ কার্যক্রম শুরু করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হক জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নে ৩ হাজার ৮৯২ জন জেলে উপকারভোগী হিসেবে রয়েছেন। প্রতিজনকে ৮৬ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে ।
আজ ৩ নম্বর ওয়ার্ডে ২০০ জন জেলেকে চাল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জালিয়া পালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল কালাম।
উপজেলা মৎস্য বিভাগ জানান সাগরে মাছের বংশবিস্তার বৃদ্ধির লক্ষ্যে মৎস্য অধিদপ্তর ১১ এপ্রিল হতে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছেন। বেকার হয়ে পড়া জেলেদের কে সহায়তা করার জন্য সরকার খাদ্যসামগ্রী বিতরণ করছেন বলে জানান সংশ্লিষ্টরা।