গোপালগঞ্জে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান কামরুল হাসান বাবুলকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (০৫ এপ্রিল) রাতে সদর উপজেলার উলপুরের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত কামরুল হাসান বাবুল গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উলপুর ইউনিয়নের চেয়ারম্যান।
ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, আওয়ামী লীগ নেতা ও উলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান বাবুল এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যানকে বর্তমানে সদর থানায় রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানায় ওসি।
যাযাদি/ এসএম