গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও জমিতে থাকা দোকানঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নেতা ও তাঁর সহযোগীদের বিচারের দাবি জানানো হয়েছে।
সোমবার (৬ মে) সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খন্ড এলাকায় আনসার রোড- শ্রীপুর আঞ্চলিক সড়কের আমতলী মোড়ে জমির মালিক, তাঁর পরিবার ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ করে এই দাবি জানানো হয়।
পরে বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য দেলোয়ার হোসেন।
দেলোয়ার তার লিখিত বক্তব্যে বলেন, কেওয়া মৌজায় আমরা পৈত্রিক শক্তি জমির মালিক হয়ে দোকানপাট নির্মাণ করে ভোগদখলে নিহত আছি।
কিন্তু ও-ই গ্রামের নুর মোহাম্মদের ছেলে আওয়ামী লীগের সক্রিয় সদস্য জয়নাল আবেদীন পূর্ব শত্রুতার জেরে আমাদের এই ভোগদখলীয় জমিতে বারবার দখলের অপচেষ্টা চালায়।আমাদের মার্কেট ভাংচুর করে এবং দোকানদারদে হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।
পরে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এই বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী দেলোয়ার হোসেন।