বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বাউফলে নদী দখল করে স্থাপনা নির্মাণ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
  ০৬ মে ২০২৫, ১৬:৪৫
বাউফলে নদী দখল করে স্থাপনা নির্মাণ
ছবি: যায়যায়দিন

পটুয়াখালীর বাউফল উপজেলার আলগী নদীর বিশাল অংশ দখল করে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি স্থাপনা নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম সুভাষ মন্ডল (৭০)। তিনি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার কালাইয়া লঞ্চঘাট-সংলগ্ন পূর্ব পাশে আলগী নদীর দক্ষিণ তীর থেকে নদীর মধ্যে প্রায় ১২ ফুট পাশ (প্রস্থ) ও ৫০ ফুট লম্বা (দৈর্ঘ্য) পরিমান নদী দখল করে পাইল করার পর গাইডওয়াল নির্মাণ করেছেন। বালু দিয়ে ভরাট করার জন্য পাইপ বসানো হয়েছে। শ্রমিকেরা জানিয়েছেন সুভাষ মন্ডল তাদের দিয়ে এ কাজ করাচ্ছেন।

মো. রিয়াজ (৫০) নামে এক ব্যক্তি বলেন, এভাবে দখল করার কারণেই খরস্রোত আলগী নদীটি দিন দিন ছোট হয়ে যাচ্ছে।

সুভাষ মন্ডলের মোবাইল ফোনে কল করলে তার স্ত্রী পরিচয়ে তৃপ্তি রায় বলেন,‘তাদের রেকর্ডীয় জমি নদীতে ভেঙে গেছে। ওই জমিতে তার স্বামী স্থাপনা নির্মাণ করছেন। তারা নদীর জমি দখল করেননি।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু বলেন,‘বিষয়টি আমার জানা নেই। তবে নদী দখল করে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নাই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে