বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

কেন্দুয়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণেরচেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ০৬ মে ২০২৫, ১৬:৫১
কেন্দুয়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণেরচেষ্টার অভিযোগ
প্রতীকি ছবি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক শিক্ষকের বিরুদ্ধে নিজ বিদ্যালয়ের এক ছাত্রীর প্রতি শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮টার দিকে উপজেলার নুরেছা দুঃখেয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

সোমবার (৫ মে) রাতেই ভিকটিম ছাত্রীর নানা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। বিক্ষুদ্ধ পরিস্থিতি এড়াতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঙ্গলবার দুঃখেয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা করেন।

জানা গেছে, দুঃখেয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল ইসলাম ওরফে চান মিয়া সোমবার রাত ৮টার দিকে বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ৪জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে যায়। কিছুক্ষন পরে ভিকটিম ছাত্রীটি তার ঘুম ঘুম ভাব আসায় ছুটি চায়। এতে তাকে ধমক দিযে অন্য একটি কক্ষে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালালে ভিকটিমের চেঁচামেচি শুনে অন্য মেয়েরা ছুটে যায় এবং তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করেন।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অভিযুক্তকে দ্রæত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিক্ষুদ্ধ পরিস্থিতি এড়াতে মঙ্গলবার বিদ্যালয় বন্ধ ঘোষনা করেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত সহকারী শিক্ষক সাইদুল ইসলাম ওরফে চান মিয়া বর্তমানে পলাতক রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে