শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং পিপি, জিপি ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে জেলার উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) রাতে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা দায়রা আদালতের পিপি এ্যাডভোকেট আব্দুল মান্নান, জিপি এ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ্যাডভোকেট আশরাফুন নাহার রুবী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, কামরুল হাসান, সাইফুল ইসলাম মানিক, সুলতান আহমেদ ময়না, লালন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, জেলা জামায়াতের আমির মো. হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. জাহিদ আনোয়ার, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি গোলাম কিবরিয়া, জামায়াত নেতা মো. হাসানুজ্জামান হাসান, এবি পার্টির সাধারণ সম্পাদক মো. মুকসিতুর রহমান হীরা, সাংগঠনিক সম্পাদক মো. বাবুল মিয়া, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আব্দুর রশিদ, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শহিদুল ইসলাম সোহাগ,
সদস্য সচিব মো. শামসুজ্জামান শিবলু, ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা ফারুক আহমেদ, এনসিপির শেরপুর জেলা প্রতিনিধি প্রকৌশলী লিখন মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ শেরপুর প্রেসক্লাব নেতৃবৃন্দদের মধ্যে কার্যকরী সভাপতি রফিক মজিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল প্রমুখ।