মানিকগঞ্জের শিবালয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে । জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউ (এনআইএলজি) এর আয়োজনে উপজেলা প্রশাসন এ প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করে । মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন এর সভাপতিত্বে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী দবিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত নূর মৌসুমী, তেওতা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন প্রমুখ।