বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

নবীগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ০৬ মে ২০২৫, ১৭:১১
নবীগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
ছবি: যায়যায়দিন

নবীগঞ্জ উপজেলা করগাও গ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রভাবশালী ইসহাক মিয়ার বাহিনীর হাতে হামলার শিকার হয়েছেন কয়েক’জন সংবাদকর্মী। পুলিশের উপস্থিতিতেই এমন ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে বলে জানান আক্রান্তরা।

সুত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে উপজেলার করগাওঁ ইউনিয়নের করগাওঁ গ্রামের প্রভাবশালী খতিব উল্যাহর পুত্র ইসহাক মিয়া, ছালাম মিয়া ও রোমান গংদের অত্যাচারে অতিষ্ঠ একই গ্রামের লতিব উল্যাহর ছেলে ফারুক মিয়া ও তার পরিবার।

রোববার (৪ মে) বেলা ৩ ঘটিকায় নবীগঞ্জ জোনাল অফিসের পল্লী বিদ্যুতের লাইন ম্যান মিটার সংযোগ করতে যায় ফারুক মিয়ার বাড়িতে। এ সময় আব্দুস ছালাম, ইসহাক মিয়া,সফি মিয়া,নোমান মিয়া,নাহিদ মিয়া গংরা পল্লী বিদ্যুতের লোকদের মিটার সংযোগ করতে বাধাসহ ও হুমকি ধামকি দেন।

এর প্রেক্ষিতে নিরীহ ফারুক মিয়া নবীগঞ্জ থানা পুলিশ’কে বিষয়টি অবগত করেন। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন পিপিএম দুইজন অফিসার কে বিষয় টি দেখার জন্য বলেন ও এএসআই সমন্ত এএসআই হিল্লোল তালুকদা’কে ঘটনাস্থলে পাঠান।

খবর পেয়ে দু’জন সংবাদকর্মীও সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে ছুটে যান। এ সময় প্রভাবশালী ইসহাক মিয়া ও তার বাহিনী পুলিশের সামনেই সাংবাদিকের উপর আতর্কিত হামলা চালায়। তারা সাংবাদিকদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়েন। পরে পুলিশ ও স্থানীয় লোকদের সহায়তায় সংবাদকর্মীরা প্রাণে রক্ষা পান।

এদিকে স্থানীয় সুত্রে আরও জানা যায়, আব্দুস সালাম ও ইসাক মিয়া গংরা করগাও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে দীর্ঘদিন ধরে। তাদের ক্ষমতার দাপটে অতিষ্ঠ করগাও গ্রামের নিরীহ মানুষ! বাড়ি সীমানায় বাউন্ডারি দিতে গিয়ে প্রভাবশালী আঃ সালাম’কে ৫০ হাজার দিতে হয়েছে এক নিরীহ ব্যক্তি।

ইসাক মিয়া ও সালাম গংদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজী সহ অসংখ্য অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের ভয়ে কেউ মূখ খোলতে সাহস পায়না।

সংবাদকর্মীদের উপর হামলার ঘটনায় সুশীল সমাজের নেতৃবৃন্দ ক্ষোভ ও নিন্দা জানিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে