মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল ও সিন্দুরকৌটা নামক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৬ মে) দুপুরে দুটি দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আমজাদ হোসেন তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে বামন্দী যাচ্ছিলেন। তেরাইল নামক স্থানে পৌছুলে সোহাগ ও তারিকের মোটর সাইকেলটি তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে তিন জনই রাস্তার উপর ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এদের মধ্যে সোহাগ ও তারিককে কুষ্টিয়া মেডিকেলে প্রেরণ করা হয়।পথিমধ্যে মারা যায় সোহাগ।
গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান ঘটনা স্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।