বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

গাংনীতে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ২

গাংনী(মেহেরপুর)প্রতিনিধি
  ০৬ মে ২০২৫, ১৭:১৪
গাংনীতে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ২
ছবি: যায়যায়দিন

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল ও সিন্দুরকৌটা নামক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৬ মে) দুপুরে দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন - হিন্দা গ্রামের খাইরুল ইসলামের ছেলে সোহাগ (৪৬) সিন্দুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মুস্তাফিজুর রহমান ও(১১)। আহরা হচ্ছেন— গাংনী পল্লী সহায়ক ব্যাংকের মাঠকমীর্ তেতু়ঁলবাড়িয়া গ্রামের রেজাউল হকের ছেলে আমজাদ হোসেন(৩৮), ও কাজিপুরের বুড়িপোতা পাড়ার আলী হোসেনের ছেলে তারিক (৪০)।

জানা গেছে, আমজাদ হোসেন তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে বামন্দী যাচ্ছিলেন। তেরাইল নামক স্থানে পৌছুলে সোহাগ ও তারিকের মোটর সাইকেলটি তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে তিন জনই রাস্তার উপর ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এদের মধ্যে সোহাগ ও তারিককে কুষ্টিয়া মেডিকেলে প্রেরণ করা হয়।পথিমধ্যে মারা যায় সোহাগ।

অপরদিকে সিন্দুর কৌটা কামারখালী ব্রিজের পাশ দিয়ে সাইকেল চালিয়ে বামন্দী যাচ্ছিল হিন্দুর কৌটা গ্রামের মুস্তাফিজুর রহমান।এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাটি বহনকারী ট্রলি তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া নেয়ার পথে তার মৃত্যু ঘটে।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান ঘটনা স্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে