দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ডাঃ জুবাইদা রহমানকে স্বাগত জানিয়ে সোমবার (৫ মে) রাতে দক্ষিন ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল এর নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল।
উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রাজেল আহমদ, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক তারেক আহমদ খান, মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী রাসেল, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক টুটুল আহমদ, রিমন হাসান রিমু, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ আক্তার হোসেন ময়না, ওলিদ আহমদ সেন্টু, সৌদিআরব প্রাদেশিক বিএনপির সদস্য সচিব নকিবুজ্জামান নকিব, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মারুফ শাহজাহান সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলও শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।