চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার ( ৬ মে) ১১ টার দিকে এদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃতদের ৬ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার বৈলতলী ইউনিয়নের আব্দুল শুক্কুরের ছেলে আবদুল হান্নান, উখিয়া থানার কুতুপালং এলাকার কবির রহমানের ছেলে মতিউর রহমান। গ্রেপ্তারকৃতরা শ্রমিক বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে শঙ্খ নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে বৈলতলী ঘাটঘর থেকে দোহাজারী ব্রীজ পর্যন্ত নদী পথে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা গনমাধ্যমকে জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে গ্রেপ্তার করে প্রতিজনকে ৬ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।