বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ ৪ মাস চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার গুলশানে বাসভবন ফিরোজায় পৌঁেছছেন।
জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাঁকে স্বাগত জানাতে মঙ্গলবার সকালে গুলশান বাসভবনের সামনের সড়কের পাশে বিএনপির পেশাজীবী সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এ্যাবে’র পক্ষ থেকে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে সকাল থেকে অবস্থান নেন নেতাকর্মীরা।
কর্মসূচীতে অংশগ্রহণ করেন এ্যাবে’র সাবেক মহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ, এ্যাবের সাবেক সহ-সভাপতি ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম সিআইপি, ইঞ্জিনিয়ার এ.কে.এম আসাদুজ্জামান চুন্নু, ইঞ্জিনিয়ার তানবিরুল হাসান তমাল, ইঞ্জিনিয়ার হিটলু, ইঞ্জিনিয়ার সাব্বির, ইঞ্জিনিয়ার মামুন, ইঞ্জিনিয়ার এম. মামুন প্রমুখ।