মাদারীপুর জেলার সনদপ্রাপ্ত মুসলিম ও হিন্দু বিবাহ নিবন্ধকগনের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও বাল্যবিবাহ নিরোধে করণীয় বিষয়ক কর্মশালা মঙ্গলবার সকালে জেলা সরকারি সমন্বিত অফিস ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা রেজিস্টার অফিসের আয়োজনে কর্মশালয় সভাপতিত্ব করেন জেলা রেজিস্ট্রার মো. আমির হামজা। কর্মশালয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোসা. ইয়াসমিন আক্তার।
এছাড়াও বক্তব্য রাখেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল আলম, সাব রেজিস্টার আমির হোসেন, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যান পরিষদ ঢাকা বিভাগের প্রধান সমন্বয়ক ও কাজী আলহাজ্ব মাওলানা মুফতী মো. মহিউদ্দীন তাজীম, বাংলাদেশ নিকাহ রেজি: ও কাজী সমিতি যুগ্ম সাধারণ-সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, মাদারীপুর জেলার কাজী সমিতির সভাপতি আব্দুল মান্নান দাড়িয়া প্রমুখ।