বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় রোধে মতবিনিময়

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
  ০৬ মে ২০২৫, ১৮:৫৭
ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় রোধে মতবিনিময়
ছবি: যায়যায়দিন

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক, দুর্নীতি, কিশোর গ্যাংসহ সামাজিক অবক্ষয় রোধে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ মে) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বহুল জনপ্রিয় দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব এর যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ এর সম্পাদক প্রকাশক ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু।

ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাও. ফয়েজ আহমদ ভূঁইয়া, সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন, সহকারী শিক্ষক ফারুক আহাম্মদ, প্রেসক্লাবের সদস্য মোঃ সোহেল ইসলাম প্রমূখ। মতবিনিময় সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সমাজ থেকে সকল নেতিবাচক বিষয় যা আমাদের স্বাভাবিক জীবনযাপনে বাঁধা সৃষ্টি করে তা রোধ করতে হবে। ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, দুর্নীতি, নারী নির্যাতনসহ সামাজিক অবক্ষয় রোধে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে।

নিজের জীবনকে ভালোবাসতে হবে। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে