খুলনার ডুমুরিয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ৫ জন গুরুতর জখম হয়েছেন। আহতরা খুমেক হাসপাতালে ভর্তি রয়েছে। মঙ্গলবার (৬ই'মে) সকাল অনুমান ১০ টার দিকে খরসন্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার সাহস ইউনিয়নের খরসন্ড গ্রামের মোজাম মোড়লদের সাথে প্রতিপক্ষ একই এলাকার হানেফ মোড়ল, হাফিজুল ইসলাম ও মফিজুল ইসলাম গংদের সাথে জমি-জমা সংক্রান্ত নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এনিয়ে কিছুদিন আগে স্থানীয়ভাবে শালিশী বৈঠক হয়।
বিরোধ পূর্ণ জায়গা থেকে প্রতিপক্ষের একটি টয়লেট অপসারণের সিদ্ধান্ত হয়। গত কয়েকদিন যাবত ওই টয়লেট অপসারণ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে ঘটনার দিনে প্রতিপক্ষের হামলার শিকার হন ভুক্তভোগীরা। হামলায় মোজাম মোড়লসহ তার ছেলে নাঈম মোড়ল, শাহিন মোড়ল, স্ত্রী শাবানা বেগম ও পুত্রবধু সুরাইয়া বেগম আহত হয়েছে।
এ ঘটনার বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, মারামারির ঘটনার তদন্ত পূর্বক পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।