মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নবনির্মিত কমপ্লেক্স'র উদ্বোধন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। মঙ্গলবার (৬ মে) দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাজ উদ্দিন।
শুরুতে নবনির্মিত কমপ্লেক্সর উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে সদর উপজেলা পরিষদ হলরুমে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী , নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন তিনি।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। পরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি)২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় মৌলভীবাজার সদর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের জন্ম-মৃত্যু নিবন্ধন শক্তিশালীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।