বগুড়ার আদমদীঘি থানা পুলিশ আসামী গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু করেছেন। গত রোববার ও সোমবার দুই দিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পিতাপুত্র, মাদকসহ ২২জন আসামীকে গ্রেপ্তার করেছে।
আদমদীঘি থানা পুলিশ জানান, গত রোববার ও সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমববার রাতে গ্রেপ্তারকৃতরা হলো, চেক প্রত্যাখ্যান মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামী আমদীঘি উপজেলার সুদিন গ্রামের আব্দুল হাই ও তার ছেলে রায়হান আলী এদের দুই বছরের বিনাশ্রম কারাদন্ড, আদমদীঘির গোড়গ্রামের জাবেদ আলী সরদারর ছেলে আফজাল হোসেনে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত পোওতা গ্রামের আব্বাছ আলীর ছেলে মাসুদ রানার ২ বছর কারাদন্ডের আদেশ রয়েছে।
অপরদিকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃতরা আদমীঘির জিনইর বাউস্তপাড়ার মুকুল হোসেনের ছেলে সজিব। দত্তবাড়িয়া গুচ্ছ গ্রাম থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয় ৬জনকে। এরা হলো, ওই গ্রামের জালাল সরদারের ছেলে মাদক কারবারি আশরাফুল ইসলাম, কমল দেবনাথের ছেলে শ্রী সুকদেব, তজিবর রহমানের ছেলে জাহিদুল ইসলাম, আজিজার রহমানের ছেলে আহসান হাবিব, খালেক সরদারের ছেলে মিনহাজ সরদার ও পুশিন্দা গ্রামের নারায়ন চন্দ্রের ছেলে শ্রী কৃষ্ণ। আদালতের ওয়ারেন্টমুলে জাহিদুল ইসলাম ও মোহন আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া গত রোববার দিবাগত রাতে বিভিন্ন মামলায় ওয়ারেন্টমুলে ৯জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিধিমতে আদালতে পাঠানো হয়েছে। এ উপজেলায় সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।