টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের শ্বাসরুদ্ধকর অভিযান, প্রায় ১৬ কোটি টাকা মূল্যের ৩ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা জব্দ।
বৃহস্পতিবার (৮মে) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন হারুন-অর-রশীদ এ সকল তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ৮'মে মধ্যরাত ৩ টায় বাংলাদেশ দ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন হাবিরছড়া মেরিন ড্রাইভ এলাকায় একটি শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২'জন ব্যক্তিকে বস্তা কাঁধে নিয়ে হেটে যেতে দেখা যায়।
বাংলাদেশ কোস্ট গার্ডের আভিযানিক দল কর্তৃক তাদেরকে ধাওয়া করে থামার সংকেত দিলে উক্ত ব্যক্তিরা বস্তা দুইটি নিকটস্থ পানের বরজে ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তা দুইটি তল্লাশি করে ১৬ কোটি টাকা মূল্যের ৩ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এবং জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।