নেত্রকোণার পূর্বধলায় এপি ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর উদ্যোগে আজ বৃহস্পতিবার কৃষকদের নিয়ে কৃষক মাঠ দিবস উদযাপিত হয়েছে। উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের হামিদপুর গ্রামে এ মাঠ দিবস উদযাপিত হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পূর্বধলা এপি ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক। প্রোগ্রাম অফিসার বাবলী রংমা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি অফিসার মো: সালাউদ্দিন খান, উপ-সহকারি কৃষি অফিসার মো: শাখাওয়াত হোসেন, কৃষক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান প্রমুখ।
প্রোগ্রাম অফিসার বাবলী রংমা জানান, এর আগে বোরো ধান রোপনের শুরুতে ওই এলাকার ২০জন কৃষককে অধিক জিংক সমৃদ্ধ ব্রি-১২০ জাতের বীজ ধান সরবরাহ করা। পরবর্তীতে ধানের চারা রোপন ও অন্যান্য সাপোর্ট প্রদান করা হয়। ধানের নিবিড় পরিচর্যায় ফসল কর্তন করে প্রতি এক শতাংশ জমিতে ৪০ কেজি ধান উৎপাদন হয়েছে বলে তিনি জানান।
তিনি আরো বলেন এই জাতের ধানে অন্যান্য ধানের চেয়ে জিংকের পরিমান ও পুষ্টিগুন বেশি। ফলনে কৃষকরা সন্তোষ্টি প্রকাশ করেন।