চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ কুখ্যাত মাদককারবারি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফ পাঠান গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে টাস্কফোর্স অভিযানে গ্রেপ্তার হওয়া আরিফ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল পাঠান থানার চকআলমপুর পাঠানপাড়া গ্রামের মৃত তোফাজ্জল খলিফার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর পাঠানো এক প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত মাদককারবারি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরিফ পাঠান গ্রেফতারে বৃহস্পতিবার (১৫ মে) ভোর সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার চকআলমপুর পাঠানপাড়া গ্রামস্থ আসামি মো. আরিফ আলী ওরফে আরিফ পাঠান (৪৩) এর বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় আরিফের দেহতল্লাশী করে হেরোইন-১০ গ্রাম, ইয়াবা ট্যাবলেট-৪০ পিস, ফেনসিডিল-০১ বোতল, নগদ অর্থ ৬১ হাজার ৫'ম টাকা, ইলেকট্রিক শর্টার মেশিন-০১টি, হেরোইন পরিমাপক ডিজিটাল যন্ত্র-০২টি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মো: আরিফ আলী ওরফে আরিফ পাঠান (৪৩) এর বিরুদ্ধে পরিদর্শক ডিএনসি'র মো: ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন ২০২০) এর ৩৬ (১) সারণির ক্রমিক নং-৮(খ)/১০(ক)/১৪(ক)/২৬ (১) ধারা মোতাবেক ০১ টি নিয়মিত মামলা দায়ের করেন।
টাস্কফোর্স অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম এর নেতৃত্বে অংশ নেন ১২ জন পুলিশ সদস্য, ৭ জন র্যাব সদস্য, সেনাবাহিনী সদস্য ১৬ জন, কাস্টমস সদস্য ০১ জন, বিভাগীয় স্টাফ ১৫ জনসহ মোট ৫১ জন সদস্য ০৮ টি যানবাহন যোগে অভিযানে অংশ গ্রহণ করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে ০৯টি মাদক মামলা রয়েছে। আসামী আরিফ ডিএনসি'র দায়েরকৃত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।