লক্ষ্মীপুরের রামগতিতে গলায় লিচুর বিচি আটকে মায়েশা আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে ঘটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী রাত ১০টার দিকে মায়েশা তাদের নিজ ঘরে লিচু খাচ্ছিল এ সময় বিচি গলার ভিতরে গিয়ে আটকে যায়। এতে মায়েশা অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার মায়েশার পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
মায়েশার বাবা মো. এনাম বলেন, আজ সকাল ৯টায় মায়েশার দাফন করা হয়েছে। লিচুর বিচি গলায় দীর্ঘক্ষণ আটকে থাকার কারণে অসুস্থ হয়ে পড়ে চেষ্টা করেও মেয়েকে বাঁচতে পারা গেল না।