কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় পানিতে ডুবে নুসরাত জাহান (৮) ও আরিয়ান (২ বছর ৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেলে উপজেলার কল্পবাস ও পাশ্ববর্তী কাইয়ুমপুর এলাকায় পৃথক এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে শিশু দুটি পরিবারে শোকের মাতম বইছে।
শিশু নুসরাত জাহান ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের কল্পবাস গ্রামের সাইদুল ইসলামের মেয়ে এবং আরিয়ান ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইয়ুম এলাকার ফারুকুল ইসলামের ছেলে।
শিশু দুটির পরিবার ও ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিশু নুসরাত বাড়ির পাশে পুকুরের পাড়ে ছোট ভাইসহ আরও কয়েকজন শিশুসহ খেলা করছিলো। এক পর্যায়ে সে পানিতে পরে তলিয়ে যায়। পরে তার ও অন্যান্য শিশুদের ডাক চিৎকারে স্বজনরা এসে পুকুর থেকে নুসরাতকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আরিয়ান বাড়ির উঠানে খেলা করছিলো। এক পর্যায়ে খেলার ছলে সকলের অগুচরে বাড়ির পাশের পুকুরে পরে যায়। তাকে উঠানে দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন দিকে খোঁজাখুজির এক পর্যায়ে ভেসে থাকতে দেখে তাকে উদ্ধার করে স্বজনরা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরাত চিকিৎসা কর্মকর্তা ডা. শঙ্খজিৎ সমাজপতি জানান, শিশু দুটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে আমরা তাদের মৃত পাই। বিষয় স্বজনদের জানালে শিশু দুটির মরদেহ তাদের স্বজনরা বাড়িতে নিয়ে যান।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এই বিষয়ে আমাদের কেউ জানায় নি। তবে পানিতে ডুবে শিশু দুটির মৃতু অত্যান্ত দুঃখজনক।