মৌলভীবাজারের কুলাউড়ায় একাধিক মামলার পলাতক আসামী কুখ্যাত চোর এনামুল হক জয়কে আটক করেছে পুলিশ।
জানা যায়, কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বিজয়াবাজারের পাশ্ববর্তী দক্ষিণ গিয়াসনগর এলাকার ছরকুম মিয়ার ছেলে এনামুল হক জয়।
দীর্ঘদিন থেকে গরু চুরি, ছিনতাই ও ডাকাতির সাথে জড়িত। ২০২২ সালের প্রথম দিকে জয়কে চোরাইমালসহ হাতেনাতে ধরে পুলিশে দিয়েছিলেন স্থানীয় লোকজন।
এরপর থেকে একাধিক মামলায় সে কয়েকবার হাজতবাস করেছে। কিন্তু কখনও শুধরায়নি সে।
সম্প্রতি গরু ও গাড়ি চুরি, ছিনতাই, ডাকাতি, মাদকসহ একাধিক ঘটনায় জয়ের নাম উঠে আসে পুলিশের খাতায়। এলাকায় ৮-১০ জনের একটি চক্র গড়ে তুলেছিল জয়।
তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন স্থানীয় লোকজন। পুলিশও কয়েক দফা অভিযান চালিয়ে জয়সহ তার চক্রকে ধরতে পারেনি।
শনিবার সন্ধ্যায় জয়ের অবস্থানের খবর পেয়ে এসআই ফাইজুল ইসলামের নেতৃত্বে বিজয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় তার চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও শেষ রক্ষা পায়নি জয়। অভিযানে আরও ছিলেন এসআই সাদেক মিয়া, এএসআই আরিফুল, এএসআই বাবুল মিয়া ও কনস্টেবল শামীম আহমদ।
কুলাউড়া থানার এসআই ফাইজুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এনামুল হক জয় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী।
রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জয় চক্রের বাকি সদস্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।