বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

পূর্বধলায় শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা ও পর্যালোচনা সভা

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  ২১ মে ২০২৫, ১৮:২২
পূর্বধলায় শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা ও পর্যালোচনা সভা
ছবি : যায়যায়দিন

নেত্রকোনার পূর্বধলায় বুধবার (২১ মে) শিশুদের সর্বোত্তম সুরক্ষায় দুইদিনব্যপী শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা ও পর্যালোচনা সভা শুরু হয়েছে। পূর্বধলা এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে পূর্বধলা জেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির। সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা এপি ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার, নান্দাইল এসিও প্রশান্ত নাফাক সিনিয়র প্রোগ্রাম অফিসার তন্ময় সাংমা'র সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, লাইভলিহুড স্পেসালিষ্ট কৃষিবিদ কফিল উদ্দিন মাহমুদ, শিশু সুরক্ষা কর্মকর্তা মারটিন এম মানখিন, স্বাস্থ্য ও পুষ্টি স্পেশালিষ্ট ড: বাবু, প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট মানিক রঞ্জন ভৌমিক, সিনিয়র প্রোগ্রাম অফিসার উজ্জ্বল রেমা, প্রোগ্রাম অফিসার তাপসী সাংমা, মানসী মোদক, হাফিজুল হক সোহাগ, বাবলি রংমা ও নিঝুম সাংমা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

1

এ সময় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ, অভিভাবক, শিশু ও যুব প্রতিনিধিগন অংশগ্রহণ করেন। সভায় বাল্যবিয়ে, শিশুশ্রম, নারী, শিশু নির্যাতন, ঝরেপড়া শিশু, অপুষ্ট শিশু, স্যানিটেশন, ওয়াস, স্বাস্থ্য, শিক্ষার অভাব, অনিরাপদ খাদ্যসহ শিশু সুরক্ষায় বাধাগ্রস্ত করে এমন সব নেতিবাচক বিষয়গুলো উত্তরণে কারণ বিশ্লেষণসহ অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে আগামী পাঁচ বছরের পরিকল্পনা প্রণয়নে অংশগ্রহণমুখী আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির বলেন, শিশুকে ভালো রাখার দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে। তাকে শিক্ষার পাশাপাশি বিনোদন, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলায় অংশগ্রহন করার সুযোগ দিতে হবে। তিনি আরও বলেন, শিশুর প্রতি নেতিবাচক আচরণ ও নির্যাতন তার স্বাভাবিক বিকাশ ও উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়। শিশুর ভালোলাগা, কষ্ট পাওয়ার বিষয়গুলো আমাদের কাছে যেন মন খোলে বলতে পারে সে পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি পরিকল্পনা সভায় বাল্যবিয়ে, মাদক, অপুষ্টি, বিদ্যালয় থেকে ঝরেপড়া, নির্যাতনসহ শিশুর বিকাশকে বাধাগ্রস্ত করে এমন নেতিবাচক দিকগুলো প্রতিরোধে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করার পরমর্শ দেন।

প্রোগ্রাম অফিসার মানসী মোদক জানান, শিশুদের সর্বোত্তম সুরক্ষায় দুইদিনব্যপী শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা ও পর্যালোচনা বিষয়ক সভা আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে