গোপালগঞ্জ জেলার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন। জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জানিয়েছেন, গোপালগঞ্জকে একটি নিরাপদ ও মাদকমুক্ত জেলায় রূপান্তর করাই এখন তার প্রধান লক্ষ্য। এজন্য কিশোর গ্যাং ও মাদকচক্র নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।
তিনি বলেন, “সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, তা আমরা নিশ্চিত করব। সব অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে পুলিশ।” একই সঙ্গে তিনি জানিয়েছেন, অপরাধ দমন ও প্রতিরোধে জনগণের সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
জেলার প্রতিটি থানায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম চালু রাখা হয়েছে এবং স্কুল-কলেজে সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করা হচ্ছে। রোড শো, সেমিনার ও মতবিনিময় সভার মাধ্যমে জনগণের সঙ্গে কার্যকর যোগাযোগ তৈরি করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। বিশেষ করে রাতের বেলায় পুলিশ টহল এবং দ্রুত রেসপন্স টিমের উপস্থিতি জনগণকে নিরাপত্তা দেয়।
এসপি মিজানুর রহমানের নেতৃত্বে গৃহীত এই পদক্ষেপগুলো জেলার নাগরিকদের মধ্যে আস্থা ও প্রশংসা অর্জন করেছে। প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে গড়ে উঠেছে সহযোগিতামূলক সম্পর্ক, যা শান্তি ও নিরাপত্তা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখছে।