বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

কাপাসিয়ায় ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত 

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
  ২২ মে ২০২৫, ১৬:০৭
কাপাসিয়ায় ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত 
ছবি: যায়যায়দিন

গাজীপুরের কাপাসিয়ায় ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে কাপাসিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক গাজীপুর জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে এবং জেলা শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মো.হাবিবুর রহমানের পরিচালনায় ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ডা.তামান্না তাসনীম।

1

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের গাজীপুর জেলা কর্মকর্তা হামিদা আহসান। এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আরিফ সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা যুব উন্নয়ন অফিসার এজাজ মিয়া, এস আই তহুরা খাতুন, প্রধান শিক্ষক আফরোজা সুলতানা, সাংবাদিক নূরুল আমীন সিকদার, তাজুল ইসলাম, ফারহানা তাজনিন, রামচন্দ্র দাস,।

পাবলিক প্লেস, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এবং আনলাইন প্লাটফর্মে, বিশেষ করে নারী ও মেয়েদের জন্য যৌন হয়রানি ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা মোকাবেলার জন্য প্রতিরোধ এবং আইনের সহায়তার ব্যবস্হা শক্তিশালীকরণ প্রকল্পের উদ্দেশ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে