বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

জেলে থেকেও ছুটিতে অফিস সহকারী!

দেওয়ানগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
  ২২ মে ২০২৫, ১৬:২২
জেলে থেকেও ছুটিতে অফিস সহকারী!
ছবি: যায়যায়দিন

দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. ওয়াহিদুল ইসলাম বর্তমানে কারাগারে রয়েছেন, অথচ তিনি অফিসে শারিরিক অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি কাটাচ্ছেন।

গত ১৩ মে , স্ত্রী শ্যামলী খাতুনের দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে ওয়াহিদুল ইসলাম। অথচ অফিসের রেকর্ডে দেখা যায়, তিনি ওই দিন থেকেই শারিরিক অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন এবং ২১ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।

1

ওয়াহিদুলের জেলে থাকার বিষয়টি তার স্ত্রী শ্যামলী খাতুন এবং মামলার আইনজীবী মো. আব্দুর রাজ্জাক নিশ্চিত করেছেন। অন্যদিকে, অফিসে তার ছুটির বিষয়ে নিশ্চিত করেন সহকর্মীরা- মনোয়ার, জিয়া ও আরও কয়েকজন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ বলেন, “১৩ মে তিনদিনের ছুটি নিয়েছিলেন ওয়াহিদুল। পরবর্তীতে ১৮ মে আরও একটি ছুটির আবেদন পাই, যা ২১ মে পর্যন্ত বাড়ানো হয়। গতকাল তার স্ত্রী জানায় ওয়াহিদুল জেলে রয়েছেন। কোর্টের পক্ষ থেকে কোনো অফিসিয়াল নোটিশ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় সরকারি কর্মচারীর দায়িত্ব ও নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে