বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিজস্ব ও স্থায়ী কার্যালয়ে ফেরানোর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (২২ মে) সকালে কেসবকাঠী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, ইউনিয়নের নিজস্ব জমিতে নির্মিত ভবনটি ব্যবহারযোগ্য থাকা সত্ত্বেও, রাজনৈতিক স্বার্থে সেটিকে পরিত্যক্ত দেখিয়ে ব্যক্তিগত বাসায় পরিষদের কার্যক্রম চালানো হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কামরুজ্জামান টুলু, যুবদলের উপজেলা সদস্য সচিব মো. পনির খান, ইউপি সদস্য মো. মোস্তফা কামালসহ স্থানীয় বিএনপি, কৃষক দল ও জামায়াত নেতৃবৃন্দ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা বলেন, ভবনটি দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ব্যবহার অনুপযোগী।
মেরামতের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। সেই সঙ্গে প্রশাসককে নিরপেক্ষ একটি স্থান থেকে পরিষদের কার্যক্রম চালানোর নির্দেশনা দেওয়া হয়।