নড়াইলে সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশদের চাকরি জাতীয় করণের দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১ টায় সাব-রেজিস্ট্রি অফিসের সামনে নকল নবিশরা এই কর্মসূচি পালন করেন। ঘন্টাব্যাপি এই মানববন্ধনে নড়াইলে কর্মরত শতাধিক নারি পুরুষ এই কর্মসুচিতে অংশগ্রহন করেন।
মানববন্ধন চলাকালে বক্তরা বলেন,দেশের রাজস্ব খাতে আমাদের অবদান রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছি। কোনো সরকারই আমাদের দাবি পূরণ করেনি। তাউ অন্তর্র্বতী সরকারের কাছে চাকরি জাতীয়করণের জন্য মাননীয় জেলা প্রশাসক মহোদ্বয়ের মাধ্যমে দাবি জানাচ্ছি।
মাননবন্ধনে অবস্থান রত বক্তারা আরও বলেন, আমাদের দাবি যৌক্তিক। আমরা যৌক্তিক দাবিতেই আন্দোলন করছি। আমাদের তো রাজস্ব খাতে অবদান আছে তাহলে কেন আমাদের চাকরি জাতীয়করণ করা হবে না। সরকার কি আমাদের কান্না দেখে না। আমরা চাই দ্রুত আমাদের দাবি মেনে নেওয়া হোক।
এসময় বক্তব্য দেন নড়াইল নকল নবিশ এসোসিয়েশনের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা, সাংগঠনিক সম্পাদক নাজমা খাতুন, কোষাধ্যক্ষ লিপিকা তরফদার,উজ্জল কুন্ডুসহ অনেকে।