সুনামগঞ্জে আগাম বন্যা মোকাবিলা সংক্রান্ত প্রস্তুতি মূলকসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
সভার শুরুতে আগাম বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়ে জনগণের মধ্যে আতঙ্ক পরিহার করে সচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল হাসেম, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত শাহা, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়,
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, বাসসের প্রতিনিধি শাহজাহান চৌধুরী, দৈনিক যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, দৈনিক আমার দেশ প্রতিনিধি জসিম উদ্দিন, প্রথম আলো প্রতিনিধি এডভোকেট খলিল রহমান, চ্যানেল২৪ প্রতিনিধি এআর জুয়েল, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি জাকির হোসেন, ৭১ টিভির প্রতিনিধি শহীদনূর আহমেদ প্রমুখ।
এসময় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সুশীলসমাজের প্রতিনিধিগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আগাম বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আগাম বন্যা মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। আমরা নদীর পানি বৃদ্ধি, উজানের ঢল এবং বৃষ্টিপাতের সম্ভাব্যতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।
তিনি জানান, ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সে অনুযায়ী পরিকল্পনা সাজানো হচ্ছে। পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হবে এবং সেগুলোর সক্ষমতা যাচাই করা হচ্ছে। শুকনো খাবার, বিশুদ্ধ পানি, এবং ওষুধের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা হয়েছে। জরুরি চিকিৎসার জন্য মেডিকেল টিম প্রস্তুত থাকবে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ’গুজব আতঙ্ক সৃষ্টি করে এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বাধা তৈরি করে। তাই অযথা কেউ যেন কোনো ধরনের গুজব না ছড়ায় সেই দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। একই সাথে সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকা এবং নিজ নিজ নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বিশেষ অনুরোধ জানান।
এসময় তিনি যেকোনো জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসন সর্বদা জনগণের পাশে থাকবে বলেও জানান৷