বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

শ্রীপুরে বুদ্ধি প্রতিবন্ধীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২

শ্রীপুর(মাগুরা)প্রতিনিধি
  ২২ মে ২০২৫, ১৮:৫৬
শ্রীপুরে বুদ্ধি প্রতিবন্ধীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২
ছবি: যায়যায়দিন

মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২১ মে) দুপুরে ।

ধর্ষণের ঘটনায় জড়িত থাকায় জনি ও রহিম নামে দুই যুবককে আটক করেছে শ্রীপুর থানা। ভিকটিম নারীকে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভার্ত করা হয়েছে।

1

আটকৃতরা হলো উপজেলার জোকা গ্রামের জামাল শেখের ছেলে জনি (২২) ও গাইবান্ধা সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে আব্দুর রহিম (১৮)।

শ্রীপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিমের মেয়ে স্থানীয় সারঙ্গদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করে এবং ভিকটিম প্রতিদিন মেয়েকে স্কুলে আনা-নেওয়া করত।

বুধবার সকাল ১০টার দিকে সে তার মেয়েকে বিদ্যালয়ে পৌছে বাড়ি ফেরার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ওই দুই যুবক তাকে জোরপূর্বক ইজিবাইকে তুলে চিলগাড়ী ফাঁকা মাঠের পাটক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

ভিকটিম অসুস্থ হয়ে পড়লে বিকেল ৫ টার দিকে ধর্ষকেরা তাকে তার বাড়ির সামনে ফেলে রেখে গা-ঢাকা দেয় ।

এলাকাবাসী জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে আগেও ধর্ষণ, নারী নির্যাতন, চুরি ও মাদক কারবারসহ নানা অভিযোগ রয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী বলেন, ধর্ষণের ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পরবর্তী বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে