নওগাঁর মান্দায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, হোল্ডিং খোলা, ভিপি লিজ মানি আদায় ও ভূমি বিষয়ক জটিলতা নিরসনে ইউনিয়ন ভিত্তিক বিশেষ শুনানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) দিনব্যাপী উপজেলার ভারশো-তেঁতুলিয়া ইউনিয়ন ভূমি অফিস চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিশেষ শুনানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রসাসক (রাজস্ব) সোহেল রানা এবং নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল ইসলাম প্রমূখ।
এসময় মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মখলেছুর রহমান মকে, কুসুম্বা ইউ’পি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, তেঁতুলিয়া ইউ’পি চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আরমান হোসেন প্রমূখ।