চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ এবং মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সঙ্গে তড়িৎ, কমিউনিকেশন ও ইলেকট্রনিক কৌশল (ইইসিই) বিভাগের ৫ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে।
মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) এডমিন টাওয়ারের কনফারেন্স রুমে জিএনএসএস অবজারভেটরি হোস্টিং ও সহযোগিতামূলক এই সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এ সময় উপস্থিত ছিলেন ইটিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. জাহেদুল ইসলাম ও ইটিই বিভাগের অধ্যাপক ড. মো. আজাদ হোসেন এবং মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) পক্ষে ছিলেন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ, তড়িৎ, কমিউনিকেশন ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মো. রোসাইদুল মাওলা ও বিভিন্ন অনুষদের ডিন।
উল্লেখ্য, এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে তথ্য ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।