বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

গোপালগঞ্জে খাঁচায় মাছচাষ বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
  ২২ মে ২০২৫, ১৯:৩৭
গোপালগঞ্জে খাঁচায় মাছচাষ বিষয়ক প্রশিক্ষণ
ছবি: যায়যায়দিন

“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” স্লোগানে গোপালগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী খাঁচায় মাছচাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।

২০২৪-২০২৫ অর্থবছরে অধিদপ্তরাধীন “দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয় প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে মৎস্যজীবি, মৎস্যচাষী, বেকার যুবক-যুবতী, নারী উদ্যোক্তাদের মাঝে এই খাঁচায় মাছচাষ বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হবে। প্রকল্পের পিডি মোঃ খালিদুজ্জামান বৃহস্পতিবার সকালে সদর উপজেলা হলরুমে এই প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন।

1

গোপালগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রাকিবুল হাসান, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয় প্রকল্পের সিনিয়র সহকারী প্রকল্প পরিচালক মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম আযাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী , মেরিন ফিশারিজ কর্মকর্তা মফিজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

এ প্রশিক্ষন কর্মশালায় সদর উপজেলার ২৫ জন মৎস্যজীবি, মৎস্যচাষী, বেকার যুবক-যুবতী, নারী উদ্যোক্তা অংশ নেয়। আগামী শনিবার (২৪ মে) বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রশিক্ষন কর্মশালার সমাপ্তি হবে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে