“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” স্লোগানে গোপালগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী খাঁচায় মাছচাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
২০২৪-২০২৫ অর্থবছরে অধিদপ্তরাধীন “দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয় প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে মৎস্যজীবি, মৎস্যচাষী, বেকার যুবক-যুবতী, নারী উদ্যোক্তাদের মাঝে এই খাঁচায় মাছচাষ বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হবে। প্রকল্পের পিডি মোঃ খালিদুজ্জামান বৃহস্পতিবার সকালে সদর উপজেলা হলরুমে এই প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন।
গোপালগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রাকিবুল হাসান, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয় প্রকল্পের সিনিয়র সহকারী প্রকল্প পরিচালক মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম আযাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী , মেরিন ফিশারিজ কর্মকর্তা মফিজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এ প্রশিক্ষন কর্মশালায় সদর উপজেলার ২৫ জন মৎস্যজীবি, মৎস্যচাষী, বেকার যুবক-যুবতী, নারী উদ্যোক্তা অংশ নেয়। আগামী শনিবার (২৪ মে) বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রশিক্ষন কর্মশালার সমাপ্তি হবে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী।