রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

শ্রীপুরে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে একজনের মৃত্যু

শ্রীপুর(মাগুরা)প্রতিনিধি
  ২২ মে ২০২৫, ২০:৪৭
শ্রীপুরে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে একজনের মৃত্যু
ছবি: প্রতিকী

মাগুরার শ্রীপুর উপজেলার কল্যানপুর গ্রামে বৃহস্পতিবার বিকেলে মাঠে ঘাস কাটতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে আকামত বিশ্বাস(৭০) নামে এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে।

1
নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের কৃষক আকমত বিশ্বাস বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে তিনটার দিকে বাড়ির পাশে মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। ঘাস কাটার এক পর্যায়ে বিষধর সাপ তাকে দংশন করে।

সর্পদংশনের পরপরই পরিবারের লোকজন প্রথমেই তাকে স্থানীয় ওঝা, কবিরাজের কাছে নিয়ে যায়। কিন্ত ওঝা অনেক চেষ্টা করেও তার বিষ নামাতে ব্যর্থ হয়। এদিকে দংশিত ব্যক্তি ক্রমান্বয়েই অসুুস্থ্য হয়ে পড়ে।

পরে তার অবস্থার আরোও অবনতি ঘটলে দ্রুত তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক রোগির অবস্থা বেগতিক দেখে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ফরিদপুর মেডিকেলে পৌছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃদ্ধ কৃষকের আকস্মিক মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে