শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে চার ঘন্টা শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
  ২৪ মে ২০২৫, ১৫:২৩
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে চার ঘন্টা শ্রমিকদের বিক্ষোভ
ছবি: যায়যায়দিন

গাজীপুরের শ্রীপুরে এম কে ফুটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে করছে। শনিবার (২৪ মে) সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত তারা কারখানা অভ্যন্তরে বিক্ষোভ করে।

পরে আগামী মঙ্গলবার (২৭ মে) কারখানা খুলে দেওয়া এবং বৃহস্পতিবার (২৯ মে) তাদের সকল পাওনা পরিশোধের আশ^াস দিলে তারা শান্ত হয়। শনিবার (২৪ মে) উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে ওই কারখানা অভ্যন্তরে শ্রমিকরা বিক্ষোভ করে।

1

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, ১০ দিনের সাধারণ ছুটি ঘোষনা করেছিল কারখানা কর্তৃপক্ষ। অর্থনৈতিক সংকটের অজুহাতে কারখানা কর্তৃপক্ষ ১০ দিন ছুটি দিয়েছিল। শনিবার (২৪ মে) কারখানায় কাজে যোগদানের কথা ছিল আমাদের। এদিন সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে দেখেন গেইটে তালা ঝুলছে। তাদের এপ্রিল মাসের বকেয়া বেতন না দিয়ে কর্তৃপক্ষ ছুটি বাড়ানোয় তারা বিক্ষুব্দ হন। এক পর্যায়ে তারা শ্রমিকেরা এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার গেইটে বিক্ষোভ করতে থাকেন। পরে কর্তৃপক্ষ কারখানা খুলে দিলে শ্রমিকরা ভিতরে প্রবেশ করে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে কারখানা মালিক উপস্থিত হয়ে তাদের বকেয়া পরিশোধ এবং কারখানা খুলে দেয়ার প্রতিশ্রæতি দিলে শ্রমিকরা চলে যায়।

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর (শ্রীপুর জোন) আব্দুল লতিফ খান বলেন, ওই কারখানার শ্রমিকদের এপ্রিল মাসের বেতন বকেয়া রেখে কর্তৃপক্ষ কারখানার ছুটি বাড়িয়ে বন্ধের নোটিশ টানিয়ে দেয়। শ্রমিকরা সকালে কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে কারখানা অভ্যন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ করে। পরে কারাখানা মালিক এসে তাদের দাবী পূরনের প্রতিশ্রুতি দিয়ে বলেন মঙ্গলবার (২৭ মে) কারখানা খুলে দেওয়া এবং বৃহস্পতিবার (২৯ মে) তাদের সকল পাওনা পরিশোধ করা হবে। এ আশ্বাস পেয়ে শ্রমিকরা চলে যায়। কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় উৎপাদন কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে।

এসব বিষয়ে এম কে ফুটওয়্যার লিমিটেড কারখানার দায়িদ্বপ্রাপ্ত কোনো কর্মকর্তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে