শেরপুরের শ্রীবরদীতে হত্যা মামলায় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার রানী শিমুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেহেদী মাসুদ রানাকে তার শেরপুর শহরের বাসা থেকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
শুক্রবার ভোরে শহরের সিংপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মেহেদী মাসুদ রানার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের একাধিক মামলা রয়েছে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়নে একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মেহেদী মাসুদ রানা। তার বিরুদ্ধে শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ছাত্রহত্যার কয়েকটি মামলা রয়েছে। পরে শুক্রবার ভোরে তাকে শেরপুর শহরের শিংপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল আলম বলেন, গ্রেপ্তার মাসুদ রানাকে আদালতে পাঠানো হয়েছে।