রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ঘোড়াঘাটে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  ২৫ মে ২০২৫, ১৩:১২
আপডেট  : ২৫ মে ২০২৫, ১৩:২৫
ঘোড়াঘাটে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
ঘোড়াঘাটে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে বণার্ঢ্য শোভাযাত্রা। ছবি: যায়যায়দিন

দিনাজপুরের ঘোড়াঘাটে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তিন দিনব্যাপী (২৫-২৭ মে) "ভূমি মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম।

1

এরপর উপজেলা ভুমি অফিসের সামনে আগত ভূমি সেবা গ্রহীতাদের নিয়ে র‌্যালি শেষে ভূমিসেবা বুথে জমি জমা সংক্রান্ত অনলাইন সেবা প্রদান করা হয়।

অনলাইন সেবার মাধ্যমে কয়েকজন ভূমিসেবা গ্রহীতাকে অনলাইন সেবার জন্য রেজিষ্ট্রেশন, ভূমি উন্নয়ন কর আদায়, ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান সম্পর্কিত লিফলেট বিতরণ করেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এসময় উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো. সোলায়মান আলী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোজাফ্ফর হোসেন ও ফারুক হোসাইন, সার্টিফিকেট পেশকার মোশারফ হোসেন, কম্পিউটার অপারেটর মোঃ রায়হান আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ বলেন, উপজেলার সাধারণ নাগরিকদের ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি, লিজ নবায়ন ফি আদায় সংক্রান্ত কার্যক্রমকে আরো সহজতর এবং সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি করার জন্য তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। ভূমির মালিকগণ এ মেলার বিভিন্ন বুথ থেকে ভূমি সংক্রান্ত অনলাইন সেবা গ্রহণ করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে