শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

কালিয়ায়  তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন 

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
  ২৫ মে ২০২৫, ১৬:২২
কালিয়ায়  তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন 
ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা । ছবি: যায়যায়দিন

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় নড়াইলের কালিয়ায় ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার( ২৫ মে) সাড়ে ১২ টায় উপজেলা ভূমি অফিস চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

কালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্ব) সভাপতিত্বে শোভাযাত্রা এবং উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় ভূমি সেবা নিতে আসা সেবাগ্রহীতাগন সহযোগীতা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

একটি স্টলে ভূমি অনলাইন সেবাসহ সকল সেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করতে এ মেলা ২৫ মে থেকে চলবে আগামী ২৭ মে পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে