রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায়  এনজিও কর্মী নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ২৫ মে ২০২৫, ১৭:১৭
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায়  এনজিও কর্মী নিহত
ছবি : যায়যায়দিন

চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের চকরিয়া বাসের ধাক্কায় নজেুল ইসলাম (৩৭) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। আজ (২৫ মে) রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নজরুল চট্টগ্রাম জেলার মিরসরাই থানার পূর্ব দূর্গাপুর এলাকার আবুল কাশেমের ছেলে ও বেসরকারি এনজিও এসকেএস ফাউন্ডেশন এর খুটাখালী শাখার ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন।

1

মালুমঘাট হাইওয়ে পুলিশ জানায়, সকালে নওগাঁ থেকে কক্সবাজারগামী এস আই এন্টারপ্রাইজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চকরিয়ার খুটাখালী মেধাকচ্চপিয়া এলাকায় পৌছলে চকরিয়ার বাসা থেকে খুটাখালী কর্মস্থলে যাওয়ার পথে পেছন থেকে মোটর সাইকেল আরোহী নজরুল ইসলামকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি।

মালুমঘাট হাইওয়ে থানার (ওসি) মো. মেহেদি হাসান বলেন, দুর্ঘটনা কবলিত বাস জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে