শনিবার চট্টগ্রামে তৃতীয়বারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের “শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন “সরকারি বেসরকারি কলেজে সংযুক্ত শিক্ষক ও প্রদর্শক দেয়া দরকার”।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের অভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানে বাধাগ্রস্ত হচ্ছে। এতে শিক্ষার গুণগতমান সার্বিকভাবে পিছিয়ে পড়ছে। তিনি আরো বলেন, “শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে ও চাহিদা অনুযায়ী নতুন সিলেবাস প্রণয়ন, সিলেবাস সংস্কার, আইসিটি সফটওয়্যার স্কিল, হার্ড স্কিল এবং ইংরেজি শিক্ষাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে।” ক্লাসের শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং ক্লাসে ফিরিয়ে আনার নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শিক্ষকদের ট্রেনিং, কলেজ মনিটরিং এবং কলেজ অডিটিং সহ নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
তিনি সাম্প্রতিক সময়ে বেশ কিছু কলেজ পরিদর্শনকালে দেখতে পান যে, কলেজগুলোতে ভয়াবহ শিক্ষক সংকট রয়েছে। এ অবস্থায় একটা দেশের শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য সরকারি কলেজগুলোতে সংযুক্ত শিক্ষক ও প্রদর্শক প্রদান এবং নন এমপিও শিক্ষকদের এমপিও ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট ফোরাম (এনইউএসডিএফ) আয়োজিত “শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫” অনুষ্ঠানের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে আমরা এনইউএসডিএফ বাংলাদেশ এর সাথে ভবিষ্যতেও কাজ করবো। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজগুলোর শিক্ষকদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাঙচিল মিউজিক এর প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল, আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন আ.ন.ম সরওয়ার আলম, অধ্যক্ষ ওমরগনি এমইএস কলেজ, চট্টগ্রাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সায়েম মোঃ জান্নাতুন নূর, পরিচালক গণ উন্নয়ন কেন্দ্র, আরিফ আহমদ, সহকারী মহাব্যবস্থাপক ও প্রধান, কমপ্লায়েন্স ও এনফোর্সমেন্ট চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড, বাদল সৈয়দ, সদস্য (গ্রেড-০১), জাতীয় রাজস্ব বোর্ড, লেখক এবং প্রতিষ্ঠাতা, পে ইট ফরোয়ার্ড ও অনেস্ট এবং শাফায়েত হাসান, ভাইস প্রেসিডেন্ট ও প্রধান, ব্যবসা এবং শাখা-এনসিসি ব্যাংক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেনজির আবরার, প্রতিষ্ঠাতা এক্সিলেন্স বাংলাদেশ, দীপেশ নাগ, পরিচালনা পরিচালক গ্রামীণ ড্যানোন ফুডস লিমিটেড, মোহাম্মদ আলী, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন, মানজুমা মজুমদার, ম্যানেজিং পার্টনার, মেন্টরস্ চট্টগ্রাম, সুরাইয়া সিদ্দিকা, পরিচালক বিক্রয় ও বিপণন গ্রামীণ ড্যানোন ফুডস লিমিটেড, জাকি এস. বারী, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচবি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইন্সটিটিউট এবং এন.ইউ.এস.ডি.এফ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি রিয়াজ হোসাইন সহ সংগঠনের দায়িত্বশীলরা।