বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

লালমোহনে কৈশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  

লালমোহন (ভোলা) প্রতিনিধি
  ২৬ মে ২০২৫, ১৮:২৫
লালমোহনে কৈশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  
ছবি : যায়যায়দিন

লালমোহনে কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির আওতায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ম্যারাথন দৌড়, সাইকেল র‌্যালি ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপী উপজেলা ক্যাম্পাসে কৈশোরদের মোবাইল আসক্তি রোধ ও অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে রাখতে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

1

পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিক্লে¬এসএফ) এর সার্বিক সহায়তায় কোস্ট ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির আওতায় পরিচালিত এই কৈশোর কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো.শাহ আলম, যুব উন্নয়ন অফিসার খলিলুর রহমান ইমন, মহিলা বিষয়ক অফিসার কানিজ মার্জিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহিদুল ইসলাম। সকাল ১০টায় উন্নয়ন মেলার অংশ হিসেবে বিভিন্ন ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের পক্ষ থেকে পৃথক স্টলে সৃজনমূলক উদ্ভাবনী উপস্থাপন করে কিশোর কিশোরীরা।

স্টলে জুলাই বিপ্লবের দেওয়া লিকা থেকে শুরু করে, অল্প দামের পুষ্টিকর খাবারের উপকরণ প্রদর্শন করা হয়। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে ম্যারাথন দৌড় ও সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়।

এসময় কোস্ট ফাউন্ডেশনের ভোলা সেন্টার ইনচার্জ খোকন চন্দ্র শীল, লালমোহন উপজেলা সমৃদ্ধি কর্মসূচির (কৈশোর ক্লাব) প্রোগ্রাম অফিসার রাবেয়া বেগম অনুষ্ঠান পরিচালনা করেন। বিকেলে সমাপানী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ ও অতিথিরা স্টল পরিদর্শন করে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে