গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কুশলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিল্লাল হোসেন এবং গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শিশির কৃষি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দিনে ও রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে প্রায় ২০ বিঘা ফসলি জমি কেটে বালু উত্তোলন করা হচ্ছে, যা কৃষি উৎপাদন ও পরিবেশের জন্য হুমকি স্বরূপ। এতে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং আশপাশের বসতবাড়ি ও অবকাঠামো ঝুঁকির মুখে পড়ছে।
বিল্লাল হোসেন বলেন, "আমার টাকা দিয়ে জমি থেকে বালু উত্তোলন করছি। এতে কারও সমস্যা হওয়ার কথা নয়।" অন্যদিকে, শিশির মেম্বার জানান, তিনি শুধুমাত্র দেখাশোনার দায়িত্বে আছেন।
পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, " আইন অমান্য করে বালু উত্তোলনের বিষয়ে আমরা অবগত হয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।"
উল্লেখ্য, বাংলাদেশে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী, অনুমোদিত এলাকা ছাড়া বালু উত্তোলন নিষিদ্ধ। এছাড়া, সন্ধ্যা ৬টার পর বালু উত্তোলন সম্পূর্ণভাবে নিষিদ্ধ, যেটা করছে দুই ইউনিয়নের প্রভাবশালী ২ ইউপি সদস্য।
তবে, দেশের বিভিন্ন স্থানে এই আইন লঙ্ঘনের ঘটনা ঘটছে, যার ফলে পরিবেশ ও কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।স্থানীয়দের দাবি, অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে পরিবেশ ও কৃষি জমি রক্ষা পায়।