ময়মনসিংহ বিভাগের সম্মানিত কমিশনার মোঃ মোখতার আহমেদ কে শেরপুর জেলায় নির্ধারিত সফরসূচি অনুযায়ী সার্কিট হাউজে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
পরে শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয়-কে গার্ড অব অনার প্রদান করেন। এসময় শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।