বিশ্ব টিকাদান সপ্তাহ-২০২৫ উপলক্ষে বরিশালে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের কনফারেন্স রুমে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে ও ইউনিসেফ বরিশালের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মনিরুঁজ্জামানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. সব্যসাচি, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কুদরত-ই-খুদা ও ইউনিসেফের ইপিআই কনসালটেন্ট ডা. আশরাফুজ্জামান।
সভায় জানানো হয় ইউনিসেফ ও সরকারীভাবে দেশের ইপিআই সেন্টারগুলোতে ৮ টি টিকা শিশুদের দেয়া হয়। আগামী কয়েকমাসের মধ্যে ডায়রিয়াসহ আরো দুটি রোগের প্রতিরোধমুলক টিকা কার্যক্রম শুরু হতে যাচ্ছে।