লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি মঙ্গলবার (২৭ মে) শেষ হয়েছে। গত ২৬ মে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প এর আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যরা পর্যায়ক্রমে সবাই অংশগ্রহণ করবেন। প্রতি ব্যাচে ২৪জন সদস্যকে গ্রাম আদালতের কার্যপ্রণালী, আইনগত কাঠামো এবং বিচার প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ভিন্ন ভিন্ন দুটি ব্যাচে ২৪জন করে ইউপি সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূঞা, জেলা সমন্বয়কারি খ.ম আবেদ উল্যাহ এবং উপজেলা সমন্বয়কারী মো. ছফিউল্লাহ। অনুষ্ঠানে বক্তারা গ্রাম আদালতের কার্যকারিতা ও তা জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে কীভাবে কার্যকর ভূমিকা রাখে সে বিষয়ে আলোকপাত করেন।
প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে ইউপি সদস্যদের দক্ষতা ও সচেতনতা বাড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।