মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বাঁশখালীতে আমন ধানের বীজ ও সার বিতরণ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৫ জুন ২০২৫, ১৫:০০
আপডেট  : ২৫ জুন ২০২৫, ১৫:০৪
বাঁশখালীতে আমন ধানের বীজ ও সার বিতরণ
বাঁশখালীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ছবি: যায়যায়দিন

চট্টগ্রামের বাঁশখালীতে ২০২৫-২৬ মৌসুমে আমন খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ২৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সব বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় বাঁশখালী উপজেলার ২ হাজার ২৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এ ছাড়া ১৪০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫টি করে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ করা হয়।

এ সময় বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসেন নাহিদ, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কায়ছার উদ্দিন প্রমুখ।'

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার বলেন, ‘বাঁশখালী উপজেলায় বিএডিসি থেকে প্রাপ্ত বিনামূল্যে ২২'শ ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। মূলত কৃষকের ভাগ‌্য উন্নয়নে কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে