মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

কেরানীগঞ্জে কেমিক্যাল ও ব্যাগ কারখানায় অগ্নিকাণ্ড

মালিকসহ আহত ৩
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ২৮ জুন ২০২৫, ১৬:২০
কেরানীগঞ্জে কেমিক্যাল ও ব্যাগ কারখানায় অগ্নিকাণ্ড
কেরানীগঞ্জে কেমিক্যাল ও ব্যাগ কারখানায় লাগা আগুন: ছবি যায়যাদিন

রাজধানীর কেরানীগঞ্জে ‘আল্লাহর দান স্ক্রিনপ্রিন্ট’ নামের একটি কেমিক্যাল ও শপিং ব্যাগ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ জুন) সকাল ১১টায় উপজেলার চুনকুটিয়া বেগুনবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন ও চঞ্চল জানান, কারখানার ভেতর থেকে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়ভাবে নেভানোর চেষ্টা করা হয়। এসময় পাশে থাকা একটি টিনশেড আবাসিক বাড়ির দুটি ঘরে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

এদিকে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কাজল মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানাটিতে অগ্নি নির্বাপণের কোনো ব্যবস্থা ও রিজার্ভার ট্যাংক ছিলো না। এছাড়া, কেমিক্যাল জাতীয় পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

তিনি আরও জানান, আগুনে কারখানার মেশিনারিজ ও ব্যাগ তৈরির কাঁচামাল পুড়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে কারখানার মালিক হাফিজুর রহমান ও দুই কর্মচারী আহত হয়েছেন।

আহত হাফিজুর রহমানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য দুইজনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে