মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

নাচোলে কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  ৩০ জুন ২০২৫, ১৭:৫৪
নাচোলে কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
নাচোলে কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়: ছবি যায়যায়দিন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ ও ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০০ শিক্ষার্থীকে তাল, বেল, লেবু এবং আমের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ ২ /২০২৫ - ২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়

গ্রীষ্মকালীন পেঁয়াজ, ইয়ার ফ্লো মেশিন, তাল, নারিকেল, লেবু, নিম, কাঁঠাল, বেল, তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, সমাজসেবা অফিসার সোহেল রানা, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামসহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পরে নাচোল কৃষি অফিসার সলেহ্ আকরামের উপস্থিতিতে ৩০ জন কৃষককে তুলা চাষাবাদের জন্য ১ কেজি করে তুলা বিজ, ৫০কেজি টিএসপি, ৫০কেজি এমওপি সার, কন্দ পেঁয়াজ চাষের জন্য

১৬০ কেজি বীজ, ডিএপি ২০ কেজি, এমওপি ২০ কেজি সার, সবজি চাষের জন্য ১০০ জন কৃষককে ৫ প্রকার বীজ, ডিএপি ৫ কেজি, এমওপি ৫ কেজি সার দেওয়া হয়। অপর দিকে ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১,২০০ শিক্ষার্থীকে ফলজ চারা বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে