মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ইসলামপুরে পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করলেন ইউএনও

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৫, ১৩:৫৮
ইসলামপুরে পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করলেন ইউএনও
জামালপুর ইসলামপুরে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস ও চেক বিতরণ কার্যক্রম পরিচালিত-যাযাদি

জামালপুরের ইসলামপুরে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস ও চেক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (১জুলাই) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস কর্তৃক আয়োজিত এই কার্যক্রমে উপজেলার ছয়টি নার্সারীর ছয় হাজার গাছের চারা ধ্বংস ও চেক বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেজুয়ান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান আখন্দ, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ আরো অনেকে।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা জানতে পেরেছি ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ পরিবেশের জন্য ক্ষতিকর এবং ফসল উৎপাদন ব্যাহত করে থাকে।

আমরা ছয়টি নার্সারীর প্রায় ছয় হাজার গাছের চারা ধ্বংস ও ক্ষতিগ্রস্তদের মাঝে এক বিতরণ করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে